Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে হারল্যান স্টোর উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:১৩ পিএম

যমুনা ফিউচার পার্কে হারল্যান স্টোর উদ্বোধন

নকলের ভিড়ে আসল কসমেটিক্স সরবরাহ করতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে হারল্যান স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার শপিংমলের ওয়েস্টকোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্টোর উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় চিত্রনায়ক ও রিমার্ক হারল্যান এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন, হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল, যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা স্টোরের স্বত্বাধিকারী তসলিমাসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, হারল্যান দেশের মানুষের কাছে ‘অথেনটিক’ কসকেটিক্স সরবরাহ করছে। যেটা থেকে দেশের মানুষের উপকার হবে বলে আমি মনে করি। ঈদে স্বাভাবিকভাবে সবাই কেনাকাটা করবেন। এই কেনাকাটায় হারল্যান স্টোরে আসুন। আপনাদের ঈদ কেনাকাটায় আমার মনে হয় হারল্যান নতুন মাত্রা যোগ করবে। তিনি জানান, ঈদ উপলক্ষ্যে হারল্যান স্টোরে লাখপতি অফার চলছে। স্টোর থেকে সর্বনিু ২ হাজার টাকার উপরে কেনাকাটা করলে কুপনের মাধ্যমে লাখটাকা উপহার পাওয়ার সুযোগ রয়েছে।

চিত্রনায়ক ইমন বলেন, ভেজাল কসমেটিক্সের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। তার পরিপ্রেক্ষিতে সারা দেশে ১০ হাজার হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিকস ও প্রসাধনী প্রোডাক্ট সরবরাহ করছে। লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো এখন হাতের নাগালে মিলবে। এর বাইরে টাইলক্সসহ হোম কেয়ার পণ্যও এই স্টোরে পাওয়া যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম