Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় স্বস্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১০:৩৭ পিএম

যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় স্বস্তি

ঈদ কেনাকাটায় পুরোদমে জমে উঠেছে এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। পুরো শপিংমলে যেন পা ফেলার ফুরসত নেই। তবুও বিশাল বিশাল আকারের শোরুম ও শপিংমলটি পর্যাপ্ত জায়গা থাকায় খুব সহজে ও স্বস্তিতে কেনাকাটা করছেন সাধারণ ক্রেতারা।

ঈদ উপলক্ষ্যে প্রতিটি শোরুমেই বাহারি রঙের দেশ-বিদেশি ব্র্যান্ডের পোশাকসহ নানান পণ্য তোলা হয়েছে। অধিকাংশ শোরুম ঈদ উপলক্ষ্যে দিচ্ছে বড় আকারের মূল্যছাড়! 

যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে শপিংমল কর্তৃপক্ষ। আর এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন ৫০০ টাকার কেনাকাটা করলেই থাকছে স্বর্ণ, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় ও নিশ্চিত পুরস্কার। আর এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে গিফট পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের রসিদ নিয়ে কিউআর কোড অথবা gift.jamuna.tech এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা তার গিফট বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। এমন আকর্ষণীয় গিফট পেয়ে ক্রেতারাও বেশ আনন্দিত। 

যমুনা ফিউচার পার্ক হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক জানান, ঈদ উপলক্ষ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম এ মার্কেট পুরোদমে জমে উঠেছে। শোরুম এবং মার্কেটজুড়ে পর্যাপ্ত জায়গা থাকায় ক্রেতাসাধারণ খুব স্বাচ্ছন্দ্যে মার্কেট করতে পারছেন। লুফে নিচ্ছেন কোটি টাকার উপহার! 

শনিবার বিজয়ী অনন্যা, আবরার, মাসুদ এলিন, ইব্রাহিম ও মতিউর প্রত্যেকে পেয়েছেন ব্লেন্ডার এন্ড জুসার; ড্রাই আয়রন পেয়েছেন বিজয়ী রিপন, হাসান, রবিন ও ইব্রাহিম; বিজয়ী আপন, মাহফুজ, মীম ও নাহিদ হাসান পেয়েছেন ইলেকট্রিক কেটলি; রবিউল, সানজিদা, হাসান মাহমুদ ও তৌহিদুল ইসলাম প্রত্যেকে পেয়েছেন রাইস কুকার। বিজয়ী জাহিদুল ইসলাম পেয়েছেন এল ই ডি টিভি; তাহমিদ হাসান ব্লেন্ডার এবং রুবেল পেয়েছেন ব্লেন্ডার জুসার ও কেটলি। 

যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম বলেন, শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসছেন এই শপিংমলে। ক্রেতাদের সুবিধার্থে যা যা প্রয়োজন তা সম্পূর্ণ করা হয়েছে। একই ছাতার নিচে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের পণ্যের সরবরাহ করা হয়েছে। ক্রেতারা তাদের পছন্দসই পণ্য কিনছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম