রেস্টুরেন্টের সিলিন্ডার লিকেজ, ইফতারি বিক্রির সময় আগুনে দগ্ধ ৪
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৯:১৭ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তারা সবাই রেস্টুরেন্টের কর্মচারী। বুধবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-কারিগর মো. হান্নান হোসেন, মো. সবুজ, মো. মারুফ ও জুলহাস। এদের মধ্যে হান্নানের অবস্থা গুরুতর। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি ওই রেস্টুরেন্টে নান ও গ্রিল তৈরি করেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা মালিবাগ মোড়ে একটি ম্যাচে থাকেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মালিবাগ থেকে দগ্ধ চারজনকে আনা হয়েছে। এদের মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ ও জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন। হান্নানের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।