Logo
Logo
×

রাজধানী

নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর প্রাণহানি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম

নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর প্রাণহানি

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু ভুইয়া (২৮) নামের এক হোটেল কর্মচারী প্রাণ হারিয়েছেন। 

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ভাটারা সোলমাইদ বসুমতি আনছার ক্যাম্প গেটের পাশে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামে। তার বাবার নাম শাহাবুউদ্দীন ভুইয়া। 

হাসপাতালে রাজুর সহকর্মী মো. আফসার উদ্দিন বলেন, সোলমাইদ আনছার ক্যাম্পের গেটের পাশে মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন রাজু। সকালে রেস্টুরেন্টের সামনে ইফতার বানানোর কাজ করছিলেন তিনি। এ সময় রাস্তার বিপরীত পাশের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে লোহার পাইপ রাস্তায় পড়ে ছিটকে এসে রাজুর পেটের বাম পাশ দিয়ে ঢুকে যায়। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর ছোট ভাই মো. হাসান জানান, তার ভাই ভাটারা সোলমাইদ এলাকায় একটি মেসে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি ওই রেস্টুরেন্টে কাজ করে আসছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভাটারা থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম