Logo
Logo
×

রাজধানী

দক্ষিণখানে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাতে হত্যা

Icon

দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

দক্ষিণখানে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি এলাকায় আফিল মিয়া নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি দক্ষিণখান কাঁচাবাজারের সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিলেন।

আফিল মিয়া দক্ষিণখান কাজীবাড়ী এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

দক্ষিণখান বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়িতে চেয়ারে বসা অবস্থায় আফিল মিয়ার শরীর থেকে রক্ত ঝরতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম