Logo
Logo
×

রাজধানী

ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্ট, জরিমানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৬:৪৬ পিএম

ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্ট, জরিমানা

রাজধানীর গ্রিনরোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে অভিযান চালানো হয়েছে। নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালটির উপরে রুফটপে অবৈধভাবে নিজস্ব রেস্টুরেন্ট স্থাপন করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

বিকালে পৌনে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালের ৮ম তলায় তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা কাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। যেটি নকশাতে নেই। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি পাওয়া যায়। এ ছাড়া সিঁড়ির পাশে রেস্টুরেন্টটির কিচেনে ব্যবহারের জন্য বেশ কয়েকটি সিলিন্ডারও পাওয়া গেছে, যা ঝুঁকিপূর্ণ। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম