Logo
Logo
×

রাজধানী

নওমুসলিম স্বামীর মুক্তি চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম

নওমুসলিম স্বামীর মুক্তি চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

নওমুসলিম স্বামীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নওমুসলিম স্ত্রী। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমদ চৌধুরী হলে সংবাদ সম্মেলন করেন জান্নাতুল ইসলাম স্নেহা নামে ওই নারী। 

তিনি দাবি করেন, তার স্বামী ইব্রাহিম ওমরের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তার মা।  

লিখিত বক্তব্যে জান্নাতুল বলেন, আমার পূর্ব নাম স্নেহা সাহা। ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ২০২৩ সালের ২ নভেম্বর স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই ধর্ম গ্রহণ করি। একই বছরের ৫ নভেম্বর মো. ইব্রাহিম ওমরকে বিয়ে করি। তিনিও সনাতন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন। তার পূর্ব নাম বিশ্বজিৎ রায়। 

তিনি জানান, বিয়ের পর তার পরিবার তাদের সংসার ভাঙার পাঁয়তারা শুরু করে। তাকে আগের ধর্মে ফিরে যেতে চাপ প্রয়োগ করে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ৭ নভেম্বর সাভার মডেল থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। 

জান্নাতুল বলেন, ১৪ জানুয়ারি আমার মা বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় নারী ও শিশু দমন আইনে আমাকে অপহরণ করা হয়েছে মর্মে আমার স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেন। আমি দেশবাসীকে সুস্পষ্ট করে বলতে চাই-আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, বিনা প্ররোচনায় ধর্মান্তরিত হয়েছি এবং ইব্রাহিম ওমরকে বিয়ে করেছি। এখানে অপহরণ করার তো প্রশ্নই আসে না। 

তিনি বলেন, আমার স্বামীর বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণভাবে মিথ্যা ও সাজানো।  আমি আদালতের কাছে আমার স্বামীর জামিন মঞ্জুর এবং মামলাটি মিথ্যা বিবেচনায় খারিজ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম ওমরের ভাই মুহম্মদ আল আমীন, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাছুমা জামায়েল প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম