Logo
Logo
×

রাজধানী

গুলশান এলাকায় রেস্তোরাঁয় অভিযান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম

গুলশান এলাকায় রেস্তোরাঁয় অভিযান

গুলশান এলাকায় রেস্তোরাঁয় অভিযান

রাজধানীর গুলশান-২ এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এছাড়া অভিযানে রয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ডিএনসিসি সূত্রে জানা যায়, বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না তা দেখতে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। 

গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ৪৬ জন মারা যাওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। এরপর থেকে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজউক। 

ইতোমধ্যে কয়েকশ হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা, সিলগালা ও অনেককে আটক করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম