Logo
Logo
×

রাজধানী

আন্ডারপাসে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বিআরটিসির দোতলা বাস, আহত ২২ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১:০০ পিএম

আন্ডারপাসে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বিআরটিসির দোতলা বাস, আহত ২২ 

পূর্বাচলে বাস দুর্ঘটনা

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ২২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাওয়ার সময় তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। 

তিনি জানান, খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত ২২ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন।

এর আগেও তিনশ ফিটে আন্ডারপাসে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম