রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, বাবার মামলা
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
রাজধানীর ডেমরায় ১৬ বছর বয়সি নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত ১৭ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে গিয়ে ওই ছাত্রী বড়ভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে অপহৃত হয়।
মামলার অভিযুক্ত আসামিরা হলেন- ডেমরার পূর্ব ডগাইর মহাকাশ রোড এলাকায় বসবাসরত ও কুমিল্লার মুরাদনগর থানার বরইয়াকুড়ি গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. হাসিব (২৪), তার বাবা মনির হোসেন (৫০) ও মা হাজেরা আক্তার (৪০)।
তবে এ ঘটনায় পুলিশ এখনো আপহৃতকে উদ্ধারসহ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাদির বরাতে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, স্কুলে যাওয়া-আসার পথে হাসিব প্রতিনিয়িত মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় একপর্যায়ে হাসিব মেয়েটির ওপরে ক্ষিপ্ত হয়। গত ১৭ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথেই পূর্ব পরিকল্পিতভাবে হাসিব মেয়েটিকে অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। দ্রুত অপহৃতকে উদ্ধার করে আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।