Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ৬ কোটি টাকার খাস জমি উদ্ধার 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

রাজধানীতে ৬ কোটি টাকার খাস জমি উদ্ধার 

ঢাকা জেলা প্রশাসনের কদমতলী থানায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি মঙ্গলবার উদ্ধার করে জেলা প্রশাসন। উদ্ধার খাস জমির পরিমাণ ৩১.৬৮ শতক। 

আরও পড়ুন: ভোটের আগে ডোনাল্ড লুর সংলাপ চিঠি, যা বললেন মঈন খান

সূত্র জানায়, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান এর নির্দেশে মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ২৯৩২ নং দাগের ৩১.৬৮ শতক জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় ৬ কোটি টাকা।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাস জমি উদ্ধার করা হয়।  

ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার দামি সরকারি খাস জমি বিভিন্ন দখলদাররা অবৈধভাবে দখল করে আছেন। এ সব জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম