
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম
বেরাইদে এক হাজার দরিদ্র পরিবারে কম্বল বিতরণ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ পিএম

বেরাইদে এক হাজার দরিদ্র পরিবারে কম্বল বিতরণ
আরও পড়ুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডে (বেরাইদ) বৃহস্পতিবার দুপুরে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টুর উদ্যোগ ও সঞ্চালনায় একেএম রহমতুল্লাহ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ রন সিআইপি।
ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা, জন প্রতিনিধি ও সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সাচ্চা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, গ্রন্থসুহৃদ এমদাদ হোসেন ভূঁইয়া, আবদুল হেকিম মেম্বার, নুরুল হক, নাঈম মেম্বার, আলমগীর কবির জজ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে এমপি ওয়াকিল উদ্দীন বেরাইদ মুসলিম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।