রাজধানীর তুরাগে ওয়াসার পানি সংকটে দিন কাটাচ্ছে শতাধিকেরও বেশি পরিবার। উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন তুরাগের জনবহুল ফুলবাড়িয়া মধ্যপাড়া এলাকার একাধিক বাড়ির ওয়াসা সংযোগে পানি আসছে না। এতে পানি সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
সোমবার ফুলবাড়িয়ার মধ্যপাড়া এলাকার বিভিন্ন গলি ঘুরে দেখা যায়, এলাকার একাধিক বাড়ির ওয়াসার সংযোগে পানি না থাকায় আশপাশের বাসাবাড়ি থেকে ড্রাম, বালতি ও কলসিযোগে পানি সংগ্রহ করছেন এলাকাবাসী। বাড়িতে পানি না থাকায় ভাড়াটিয়াদের জন্য অন্য জায়গা থেকে ড্রামযোগে পানি এনে চাহিদা পূরণের চেষ্টা করছেন বাড়ির মালিকরাও।
ভুক্তভোগীদের অভিযোগ, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এলাকার অধিকাংশ বাড়িতেই পানি নেই। ঘণ্টার পর ঘণ্টা বৈদ্যুতিক মোটর চালালেও পানি আসছে না ওয়াসা সংযোগ থেকে। ফলে ওয়াসার বিলের পাশাপাশি তাদের গুণতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিলও। সমস্যা নিয়ে পাশ্ববর্তী উত্তরা ১০ নম্বর সেক্টররের ওয়াসার পানির পাম্পে যোগাযোগ করলেও সমাধান মেলেনি।
ফুলবাড়িয়া বৈশাখি গলির গৃহিণী সীমা বেগম জানান, সারাদিন পানি থাকে না। পানির অভাবে রান্না-বান্না, গোসল, খাওয়া কিছুই হচ্ছে না। আমরা খুব বিপদে আছি।
সত্তরোর্ধ্ব বৃদ্ধ ফরিদ আলী জানান, আজকে সাতদিন ধরে গোসল করি না। পানি না থাকায় ঠিকমতো অজু-গোসল কিছুই করতে পারি না।
ভাড়াটিয়া রেহানা বলেন, লাইনে পানি না থাকায় আমাদের দূর থেকে পানি এনে চলতে হচ্ছে। টানা পানি দিয়ে কিছুই হয় না। এটা খুব কষ্টের।
পানি সংকটের এমন দশার সমাধান সম্পর্কে জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে ঢাকা ওয়াসা মডস জোন-৯ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ব্যাপারে সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার অফিসিয়াল পারমিশন আমার নাই। আপনি আমাদের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।
গ্রাহকরা নিজেদের অভিযোগ কিভাবে সংশ্লিষ্ট ওয়াসা কর্তৃপক্ষকে জানাবে? এমন প্রশ্নের জবাবে ওই নির্বাহী প্রকৌশলী বলেন, গ্রাহকরা ১৬১৬২ নম্বরে কল দিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারেন। অভিযোগ দিলে আমি আমার লোকবল পাঠিয়ে যতটা সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।