Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে ‘কমিক-কন ৩৬৫’-তে তারুণ্যের জোয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

যমুনা ফিউচার পার্কে ‘কমিক-কন ৩৬৫’-তে তারুণ্যের জোয়ার

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘কমিক-কন ৩৬৫’ শীর্ষক আয়োজন। কমিক বিষয়ক এই আয়োজনে ছিল তারুণ্যের জোয়ার।

শনিবার ফিউচার পার্কের লেভেল ৫-এর  ডি-জোনে এই আয়োজন হয়। যেখানে দর্শক মাতিয়ে রাখতে ছিল বাংলা কমিকস, মার্বেল, স্টার ওয়ারসসহ কমিক দুনিয়ার নানা চরিত্র। এই আয়োজনে কসপ্লে প্রতিযোগিতা, বাংলা কমিক কসপ্লে, কসপ্লে ফটোগ্রাফি প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, বিট বক্সিং, ভি আর গেমস, কে পপ হিপহপ ড্যান্স এবং কনসার্টের মতো আরও অনেক আয়োজনে ছিল তারুণ্যের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসাবে ছিলেন খ্যাতিমান কার্টুনিস্ট মোরশেদ মিশু এবং স্বনামধন্য কসপ্লেয়ার কাজী এম নূর। এছাড়াও অনুষ্ঠানে দেশের স্বনামধন্য কার্টুনিস্টরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম