Logo
Logo
×

রাজধানী

অনুমোদনহীন বেতার সামগ্রীসহ গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম

অনুমোদনহীন বেতার সামগ্রীসহ গ্রেফতার ১

রাজধানীর সবুজবাগ থেকে অনুমোদনহীন বেতার সামগ্রীসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে দক্ষিণ মাদারটেক সরকারপাড়ার অভিযানে আটক মিজানুর রহমানের (৩৬) কাছ থেকে ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স, একটি ইনকোডার, একটি রিসিভার, একটি মডুলেটর, দুটি এন্টেনা ও তিনটি এলএনবি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম শুক্রবার জানিয়েছেন। 

আমিনুল ইসলাম জানান র‌্যাব-১০ ও বিটিআরসির যৌথ দলের অভিযানে বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও বিভিন্ন বেতার যন্ত্র স্থাপন ও অবৈধ ব্যবসা পরিচালনার অপরাধে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। মিজান বেশ কিছুদিন ধরে বিভিন্ন বেতার যন্ত্র স্থাপন করে বিদেশি স্যাটেলাইট থেকে বিদেশি বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের কাছে বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা করছিলেন। 

র‌্যাবের এ কর্মকর্তা জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম