Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বাদামের ঠোঙায় গাঁজা বিক্রি, ৩ জন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

রাজধানীতে বাদামের ঠোঙায় গাঁজা বিক্রি, ৩ জন গ্রেফতার

বাদামের ঠোঙার মতো করে গাঁজা প্যাকেট করে বিক্রি করায় রাজধানীর তেজগাঁও থেকে তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার তিনজন হলেন আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) ও মো. রমজান আলী (৪৫)। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ওজনের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন শুক্রবার জানান, গ্রেফতার তিনজনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে ৭টি এবং জাহিদুলের বিরুদ্ধে ৬টি মামলা আছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়াবাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা এবং রমজান ও আজিজ পরস্পর বেয়াই।

ওসি আরও জানান, গাঁজা ক্রেতা ও বিক্রেতার কাছে সেই বাসা ‘গাঁজার আড়ত’ নামে পরিচিত। তারা এখানে বাদামের ঠোঙায় করেই গাঁজা বিক্রি করতেন। খুচরা বিক্রেতারাও তাদের কাছ থেকে গাঁজা কেনেন। তিনি জানান, সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম