Logo
Logo
×

রাজধানী

জাতীয় প্রেস ক্লাবে পিঠা ও বাউল উৎসব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

জাতীয় প্রেস ক্লাবে পিঠা ও বাউল উৎসব

শীতের সকালে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জাতীয় প্রেস ক্লাবে শেষ হলো পিঠা ও বাউল উৎসব।

এ উপলক্ষ্যে শনিবার সমবেত হয়েছিলেন প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সীমান্ত খোকন।

উৎসব শুরুর পর শীতের সকালে একদিকে পিঠা খাওয়ার ধুম, অন্যদিকে চলে বাউল গান। প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পিঠা খাওয়ার পাশাপাশি উপভোগ করেন বাউল শিল্পীদের মন রাঙানো গান। উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, মালপোয়া, লবঙ্গ লতিকা, ক্ষীরক কুলি পিঠা, নকশী পিঠা, পাকন পিঠা, সুন্দরী পাকুনসহ নানা ধরনের দেশীয় পিঠা স্থান পায়। 

এ সময় বাউল গান পরিবেশন করেন লালন কন্যা শাহরিন মীম, সমীর বাউল, সরদার হীরক রাজা, লুবনা ইয়াসমিন দোয়েল, শেখ সুলতানা, লামিয়া মুসকানসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম