মেট্রোরেলে প্রতিদিনই বাড়ছে যাত্রীদের চাপ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০১:১০ পিএম
![মেট্রোরেলে প্রতিদিনই বাড়ছে যাত্রীদের চাপ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/26/image-767497-1706253004.jpg)
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোপুরি চালুর পর প্রতিদিনই বাড়ছে যাত্রীদের চাপ। টিকিট সংগ্রহে দীর্ঘ সারির পাশাপাশি তিল ধারণের ঠাই নেই প্রতিটি বগিতে। এর ফলে মেট্রোরেলের আয়ও বেড়েছে কয়েকগুণ।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল লাইন পুরোপুরি চালুর পর দৈনিক যাতায়াত করছে ২ লাখ ৪০ হাজার যাত্রী। এদের মধ্যে একক যাত্রার টিকিট ব্যবহার করছেন ৫৫ ভাগ যাত্রী। বাকি ৪৫ ভাগ যাত্রী এমআরটি পাস ব্যবহার করেন বলে জানায় কর্তৃপক্ষ।
সে হিসাবে প্রতিদিন এক লাখ ৩২ হাজার যাত্রী যাতায়াত করছে একক যাত্রার টিকিট ব্যবহার করে। এমআরটি পাস ব্যবহার করছে ১ লাখ ৮ হাজার যাত্রী।