Logo
Logo
×

রাজধানী

থার্টি ফার্স্টে মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাতে গিয়ে ৩ কিশোর দগ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

থার্টি ফার্স্টে মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাতে গিয়ে ৩ কিশোর দগ্ধ

রাজধানীর কামরাঙ্গীরচরে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের সময় মুখে কেরোসিন নিয়ে আগুন (ফায়ার ব্রিদিং) জ্বালানোর সময় একই পরিবারের তিন কিশোর দগ্ধ হয়েছে। 

দগ্ধরা হলো- রাকিব (১৭) ও রায়হান (১৭) দুই ভাই এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)। তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, তাদের মধ্যে সিয়ামের শরীরের ৮০ শতাংশ, রায়হানের ৫ শতাংশ, ও রাকিবের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সিয়াম একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করে। আর রাকিব ও রায়হান একটি কারখানায় কাজ করে।

তাদের হাসপাতালে নিয়ে আসা রাকিবের খালাতো ভাই মো. সজিব বলেন, তারা মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে থার্টি ফার্স্ট নাইট উদযাপন চলছিল। সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন (ফায়ার ব্রিদিং) জ্বালাচ্ছিল। তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে দুই ভাই রাকিব ও রায়হান কিছুটা দগ্ধ হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম