বিএনপির অসহযোগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
![বিএনপির অসহযোগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সমাবেশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/31/image-757729-1704036773.jpg)
ছবি-যুগান্তর
বিএনপি-জামায়াতের অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু।
বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, কমান্ডার আবুল বাসার, জামাল খান প্রমুখ। মিছিলটি তেজগাঁও, কাওরান বাজার ঘুরে শেষ হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।