Logo
Logo
×

রাজধানী

বিএনপির অসহযোগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

বিএনপির অসহযোগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছবি-যুগান্তর

বিএনপি-জামায়াতের অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু। 

বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, কমান্ডার আবুল বাসার, জামাল খান প্রমুখ। মিছিলটি তেজগাঁও, কাওরান বাজার ঘুরে শেষ হয়। 

এ সময় বীর মুক্তিযোদ্ধারা দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম