যমুনা ফিউচার পার্কে ‘নিউ ইয়ার সেলিব্রেশন’ শুক্র ও শনিবার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
আর মাত্র তিন দিন। তারপরই বিদায় নেবে ২০২৩ সাল। নতুন বছর ২০২৪-কে বরণ করে নিতে উৎসবে মেতে উঠবেন সারা বিশ্বের মানুষ। তাই প্রস্তুত হচ্ছে সবাই। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর (শুক্র ও শনিবার) যমুনা ফিউচার পার্কে থাকছে ‘হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন’।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে এই সেলিব্রেশন হবে। এতে শিশুদের জন্য আনন্দমুখর নতুন বছর উদযাপনে থাকছে নানা আয়োজন। এতে অংশ নিতে পারবেন শিশুদের বাবা-মা, অভিভাবক ও পরিবারের সদস্যরাও।
দুদিনের এই আয়োজনে ফিউচার ওয়ার্ল্ডে খাবার, খেলনা ও চকলেটের পসরা থাকবে। অংশগ্রহণ করবে নিলাম ডট এক্সওয়াইজেড, টেস্টি ট্রিট, মিঠাই, সান্দোরা কিডস, ইয়োইয়োসো, মিনিসো, ওয়াসিস, পেনফিল স্কুল, পপকর্ন গ্যালারিসহ স্বনামধন্য আরও কিছু ব্র্যান্ড। যেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা পণ্যের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা। থাকবে শিশু শিল্পীদের নানা পরিবেশনা।
হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের আয়োজন শুরু হবে বেলা ১১টায়। চলবে রাত ৮টা পর্যন্ত। ফেস্টিভ্যালে ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সদস্যরা অংশ নেবেন।