ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ধোঁয়া, আগুন আতঙ্ক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
ফাইল ছবি
ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবেই বোতলের পানি দিয়ে তা নেভানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে জালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ট্রেনটির পাওয়ার কার থেকে ধোঁয়া বের হতে শুরু করলে এ আতঙ্ক ছড়ায়। পরে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে আগুন নেভানোর পর আবার গন্তেব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তাদের ধারণা বিষয়টা নাশকতা নয়। দুর্ঘটনাজনিত কারণে ছোট্ট আগুন থেকে ধোঁয়া বের হয়েছে।
ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন বলেন, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।
রেলের কর্মকর্তারা জানান, ট্রেনের পাওয়ার কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন এক বা একাধিক জেনারেটর থাকে। এগুলো থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ট্রেনের বাতি, ফ্যান, এসিসহ ইলেকট্রিক যন্ত্রগুলো চলে।