Logo
Logo
×

রাজধানী

ইনসাফ বারাকাহতে ৩৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

ইনসাফ বারাকাহতে ৩৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩৫০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। 

শনিবার মগবাজারের এ হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন এর পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। এ সময় জানানো হয় প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ প্যাকেজের আওতায় রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এ সময় বিনামূল্যে বিশেষজ্ঞ সার্জন ৫ জন হতদরিদ্র পরিবারের শিশুর সুন্নাতে খৎনা (মুসলমানি) করাবেন। 

বিশেষ প্যাকেজে ৫টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, ইসিজি ও হোল অ্যাবডোমেন আল্টাসনোগ্রাম) ১২০০ টাকায় করা হবে। সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। রোগীরা নিবন্ধনের মাধ্যমে এসব সেবা নিতে পারবেন।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে ২৩ জন বিশেষজ্ঞ রোগীদের বিনামূল্যে সেবা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম