Logo
Logo
×

রাজধানী

খেলা নিয়ে তর্ক, বাড্ডায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

খেলা নিয়ে তর্ক, বাড্ডায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার বিকালে বাড্ডার ময়নারবাগ জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সালমান খান ফেরদৌস (১৭) ওই এলাকার বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

একই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের বড়ভাই মেহেদী হাসান যুগান্তরকে বলেন, বিকালে বাসার অদূরে ঘুরতে বের হয়েছিল সালমান।  পথে কেউ তাকে মাথার পেছন থেকে আঘাত করলে গুরুতর আহত হয় সে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সালমান ঢাকা নবাবগঞ্জ উপজেলার বলমন্তর চর গ্রামের ফল বিক্রেতা শাহআলমের ছেলে। বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতো সে। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। 

নিহতের বাবা শাহআলম বলেন, বাসার অদূরে খেলাধুলা নিয়ে তর্কের সময় রাসেল নামে এক কিশোর সালমানের মাথার পেছনে আঘাত করে। হাসপাতালের নেওয়ার পর সে মারা যায়। 

এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে পুলিশ আটক করেছে বলেও তিনি জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম