আঞ্চলিক কার্যালয় হওয়ায় ভোগান্তি আর থাকবে না: মেয়র তাপস
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আঞ্চলিক কার্যালয়গুলো চালু হওয়ায় জনগণের আর ভোগান্তি থাকবে না। সুশাসন নিশ্চিত ও প্রশাসনিক সংস্কার এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রত্যয় ব্যক্ত করেছিলাম। পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে সেই প্রত্যয় পূরণ করতে পেরেছি।
বুধবার রাজধানীর ধলপুরে ডিএসসিসির ৪ ও ৫ তলাবিশিষ্ট দুটি ভবনে নতুন পাঁচটি অঞ্চলের জন্য পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস আরও বলেন, আমাদের এ স্থাপনাগুলো ২০০৮ সাল থেকে র্যাবের দখলে ছিল। এসব ভবন প্রথমে দখলমুক্ত করা হয়। সংস্কার করে আঞ্চলিক কার্যালয় হিসাবে জনগণের জন্য উন্মুক্ত করতে পারলাম। ছয় বছরের অধিক সময়ে জনগণ, কাউন্সিলর ও কর্মকর্তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। এরপরও আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।