Logo
Logo
×

রাজধানী

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাঁদা দাবি, না পেয়ে গুলি

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পিএম

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাঁদা দাবি, না পেয়ে গুলি

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে আনিসুর রহমান মন্টু নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তার ছেলে মিজানুর রহমানকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে গুলিটি গাড়িতে লেগে বনেটে আটকে যায়। মঙ্গলবার রাতে রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিংয়ের ‘সি’ ব্লকে এ ঘটনা ঘটে। 

বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ী মন্টুর কাছে বিদেশি নাম্বার থেকে মোবাইলে চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে এক ব্যক্তি। মঙ্গলবার দিনের বেলায়ও এই ব্যবসায়ীর কাছে মোবাইলে কয়েক দফা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। রাতে মন্টুর ছেলে মিজানুর রহমান বাড়ির সামনে গাড়ি পার্কিং করার সময় মোটরসাইকেলে এসে ২ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে  গুলি করে। গুলিটি গাড়ির বনেটে গিয়ে আটকে যায়। এরপর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মন্টু বলেন, ৩ মাস আগে বিদেশি নাম্বার দিয়ে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে এক ব্যক্তি আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। বুধবার দিনের বেলা ফোন দিয়ে ফের চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতে আমার বাড়ির সামনে এসে ছেলেকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। গুলির কয়েক ঘণ্টার মধ্যেই আবারও ফোন দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা  না দিলে আমার দুই ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি বলেন, এ ঘটনার পর পুলিশ, র‌্যাব ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের সামনেই সন্ত্রাসীরা বিদেশি নাম্বার দিয়ে ফোন করে চাঁদা দাবি করে। তিনি আরও বলেন, র‌্যাব-পুলিশ আমাদের কিছুই করতে পারবে না।

রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মাহাবুব বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম