Logo
Logo
×

রাজধানী

পেট্রোল পাম্পে আগুন: দগ্ধ আট জনের মধ্যে ৪ জনই চলে গেলেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

পেট্রোল পাম্পে আগুন: দগ্ধ আট জনের মধ্যে ৪ জনই চলে গেলেন

রাজধানীর মহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ আরও দুজন না ফেরার দেশে চলে গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে ৪ জন নিহত হয়েছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন আমির হোসেন সুমন (৩২) এবং ১১টার দিকে মো. মাসুম (২৫) মারা যান।

সুমনের শরীরের ৩৫ শতাংশ এবং মাসুমের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

সুমন ফিলিং স্টেশনের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। ঢাকার নাখালপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ষোল দানা গ্রাসে।

এর আগে রোববার মারা যান ওই স্টেশনের মেকানিক মো. সালাউদ্দিন, তার গ্রামের বাড়ি ফেনীর নুরপুর উপজেলায়। সালাউদ্দিনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।

চিকিৎসাধীনদের মধ্যে সুমন এবং সালাউদ্দিনকে হাসাপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। 

এর আগে বুধবার রাতে রয়াল ফিলিং স্টেশনে দুর্ঘটনার পরদিনই বৃহস্পতিবার প্রকৌশলী আবুল খায়ের গাজী মারা যান।

বর্তমানে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন দগ্ধ হওয়া আরও চার জন। তারা হলেন- মোহাম্মদ মামুন (৩০), মো. রানা (৩০), কামাল আবেদিন (৫০) এবং জীবন (২১)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম