Logo
Logo
×

রাজধানী

মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৮

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৮

ঢাকার মহাখালীতে রয়্যাল ফিলিং স্টেশনে গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত আটজন দগ্ধ হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ৮টা ৩৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই অনাথ মিত্র বলেন, ফিলিং স্টেশনটিতে দুদিন ধরে গ্যাস লাইনের কাজ চলছিল। আজ রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি কোনো নাশকতা নয়। 

আগুনে দগ্ধ আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই রয়্যাল ফিলিং স্টেশনের কর্মচারী। রাত ৮টার দিকে কাজ করার সময় পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম