Logo
Logo
×

রাজধানী

হারানো ৭১ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পিএম

হারানো ৭১ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

দেশের বিভিন্ন থানায় জিডির প্রেক্ষিতে নভেম্বর মাসে অভিযান পরিচালনা করে হারানো বিভিন্ন ব্র্যান্ডের ৭১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ (উত্তরা) এর ঢাকার সাইবার টিম।

এপিবিএন-১ এর অধিনায়ক একেএম মোশাররফ হোসেন জানান, মোবাইল ফোন হারানো, অনলাইন আর্থিক প্রতারণা এবং সোশ্যাল মিডিয়া আইডি হ্যাকিংয়ের অভিযোগ পাওয়ায় এপিবিএন হেডকোয়ার্টার্স সিআইএ শাখার সহায়তায় অভিযান পরিচালনা করে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা তাদের মোবাইল ফোন ফেরত পেয়ে এপিবিএন-১ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোশাররফ হোসেন আরও জানান, এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং জনসাধারণকে মোবাইল ক্রয়ের সময় রশিদ এবং বক্স দেখে ক্রয় করার অনুরোধ করেন। এ ধরনের সহায়তা পেতে এপিবিএন-১ এর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম