Logo
Logo
×

রাজধানী

হরতালে স্থবির মহাখালী বাস টার্মিনাল, ছাড়েনি দূরপাল্লার অধিকাংশ বাস 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

হরতালে স্থবির মহাখালী বাস টার্মিনাল, ছাড়েনি দূরপাল্লার অধিকাংশ বাস 

ফাইল ছবি

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রথম দিন রোববার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছাড়েনি বেশিরভাগ বাস। তবে ঢাকা-ময়মনসিংহগামী এনা পরিবহণের বাস টার্মিনাল থেকে ছেড়েছে। এছাড়া সৌখিন পরিবহণের একটি বাস সকালে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। 

বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এসব বাসের স্টাফরা জানান, যাত্রী না থাকায় তারা টার্মিনাল থেকে বাস ছাড়ছেন না। তবে নির্দিষ্ট সময় পর পর এনা পরিবহণের বাস ছেড়ে যেতে দেখা গেছে। 

ঢাকা-জামালপুরগামী বৈশাখী পরিবহণের বাসের বুকিং মাস্টার আব্দুল মালেক যুগান্তরকে বলেন, সকাল থেকে কোনো বাস টার্মিনাল থেকে ছাড়েনি। তবে বিকালে যাত্রী হলে ছাড়ার পরিকল্পনা আছে। 

এনা বাসের কাউন্টারের স্টাফ নাহিদুর রহমান যুগান্তরকে বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০টি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি বাসে ৪০ জন করে যাত্রী যাচ্ছেন। 

এদিকে অবরোধ-হরতালে বাস না চলায় বিপাকে পড়েছেন গাড়ির স্টাফরা। বোববার সন্ত্রাস, নৈরাজ্য-সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিকরা। দুপুর ১২টার দিকে শতাধিক শ্রমিক এ প্রতিবাদ সভায় অংশ নেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম