Logo
Logo
×

রাজধানী

ডেমরায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ৩ দিনেও কেউ গ্রেফতার হয়নি

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:০১ পিএম

ডেমরায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ৩ দিনেও কেউ গ্রেফতার হয়নি

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ার হোসেন নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ-রিয়াল ছিনতাইয়ের তিন দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 

বুধবার ভোরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা প্রবাসী আনোয়ার হোসেন, তার বড় বোন জান্নাতুল নাইম, ভগ্নিপতি আবু তাহের ও ছোট বোন নুসরাত জাহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। 

পরে দ্রুত সময়ের মধ্যে প্রবাসীর সঙ্গে থাকা ১৮ হাজার রিয়াল, তিন ভরি স্বর্ণালংকার ও নতুন একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরদিন বৃহস্পতিবার রাতে সৌদি প্রবাসীর চাচা অজ্ঞাতদের আসামি করে ডেমরা থানায় মামলা করেন। ছিনতাইয়ের শিকার প্রবাসীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামে। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, এ ছিনতাইয়ের ঘটনায় এখনো পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআইসহ সংশ্লিষ্ট সব আইন প্রয়োগকারী সংস্থা যার যার মতো করে কাজ করছে। ডেমরা থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম