Logo
Logo
×

রাজধানী

স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনসহ স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটে দুর্গাপূজা-উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চন্দ্রিমা সনাতন সংঘ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

আসাদুজ্জামান খান বলেন, অসাম্প্রদায়িক এই দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। দুই-এক দিনের মধ্যেই দূরপাল্লার বাসে যাত্রী সংকট কেটে যাবে। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

স্বপ্নদ্রষ্টা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হলেও নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম