Logo
Logo
×

রাজধানী

ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটে যুবকের হাত-পা ভাঙা লাশ

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটে যুবকের হাত-পা ভাঙা লাশ

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটে তানভীর নামে এক যুবকের হাত-পা ভাঙা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১০টায় মিরপুর ১০ নম্বর প্যারিস রোডের ডিএনসিসির পরিত্যক্ত মার্কেট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানভীর মিরপুর ১১ নম্বর সি ব্লকের ১০ নম্বর রোডের একটি মাংসের দোকানের কর্মচারী। তার বাবার নাম মান্নু।  মিরপুর ১১ নম্বরের মাদ্রাসা ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন তানভীর।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটের নিচতলায় লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। তাদের ধারণা, গতকাল (বৃহস্পতিবার) রাতে যেকোনো সময় সন্ত্রাসীরা পরিত্যক্ত এই মার্কেটে খুনের ঘটনাটি ঘটিয়েছে। 

স্থানীয়রা জানান, এর আগেও এই মার্কেটে ৬টি লাশ পাওয়া গেছে। ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটটি একটি ‘কিলিং জোন’। মিরপুরের ‘অপরাধীদের আখড়া’ এটি। এখানে লাশ পাওয়া গেলেই পরবর্তীতে লোমহর্ষক খুনের ঘটনা বেরিয়ে আসে।

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম