Logo
Logo
×

রাজধানী

তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে যুবক খুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:৫২ এএম

তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে যুবক খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গেন্ডিরায়া থানা এলাকায় বড় ভাই দিলীপ ঘোষের কাঠের লাঠির আঘাতে ছোট ভাই মিঠু ঘোষ (৪২) নিহত হয়েছেন। ঘটনার পর থেকে দিলিপ পলাতক রয়েছেন।

নিহতের বড় ভাই উত্তম ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ৯টায় গেন্ডারিয়ার কালীচরণ রোডের ২৭/২ বাসায় জুতা রাখা নিয়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা ঘোষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় মিঠু। এক পর্যায়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা মিলে মারধর শুরু করেন মিঠুকে। এ সময় মিঠু অচেতন হয়ে পড়লে আত্মীয়রা তাকে উদ্ধার করে সদরঘাট ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন মিঠু বৃহস্পতিবার মারা যায়।

নিহতের কপালে, উভয় হাতে, উভয় পায়ে জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট মিঠু।

জানা গেছে, মিঠু ঘোষ ব্রিটিশ টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। মৃদুল ঘোষ (২) নামে তার এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান নিহতের বড় ভাই উত্তম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম