Logo
Logo
×

রাজধানী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য 

যুগান্তরের অনলাইনে গত ৪ নভেম্বর  ‘পল্লবীতে মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মইনুর রশীদ চৌধুরী। প্রতিবাদ পত্রে তিনি সংবাদটিকে বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন। 

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের কোথাও প্রতিবেদকের নিজস্ব মন্তব্য নেই। মো. পারভেজ ও কবির নামে দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। তারা ডিএমপি কমিশনার ও পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে  লিখিত অভিযোগ জমা দেন।
 
পারভেজ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হলেন- আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কমিটির  সাধারণ সম্পাদক এসএম জীবন, সিনিয়র সহসভাপতি শাহীনুর ও সাংগঠনিক সম্পাদক প্রান্ত পারভেজ। এছাড়া কবির এই তিন জনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনে ডিএমপি কমিশনারসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম