Logo
Logo
×

রাজধানী

পল্ল­বীতে মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম

পল্ল­বীতে মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি

রাজধানীর পল্ল­বীতে কখনো ‘মানবাধিকার সংগঠন’ কখনো সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পল­বীর কথিত সাংবাদিক ও মাদক কারবারিরা মানবাধিকারের নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় পারভেজ নামে এক ব্যক্তি ১ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন এসএম জীবন, প্রান্ত পারভেজ ও শাহিনুর আক্তার। 

পারভেজ জানান, বিবাদীরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সালিশ বৈঠকের নামে চাঁদাবাজি, ভূমি দখলের কাজে সহায়তাসহ মাদক ব্যবসার আশ্রয়দাতা হিসাবে কাজ করছেন। জনৈক ইউসুফ, বাদশা ও জানির সঙ্গে আমার কালশীর বাসার সামনে আমার দখলীয় দুই রুমের সরকারি জায়গা নিয়ে বিরোধ চলছে। হঠাৎ আমাদের শাহপরাণ বস্তির বাসিন্দা বিবাদী এসএম জীবন, প্রান্ত পারভেজ, শাহিনুর ওরফে শাহিনুর আক্তার বিবাদীদের পক্ষ হয়ে আমার দখলীয় জমির বিষয়ে মীমাংসা করে দেবে বলে আমাকে প্রস্তাব দেয়। 

পারভেজ জানান, ২৪ অক্টোবর বিবাদী আমাকে ফোনে কিংস্টন হাসপাতাল সংলগ্ন মানবাধিকার সাইনবোর্ড লাগানো অফিসে ডেকে নেন। গিয়ে দেখি আমার প্রতিপক্ষ জনৈক ইউসুফ, বাদশা, জানিসহ ৮-১০ জন সেখানে বসা। বিবাদীরা একপর্যায়ে প্রস্তাব দেন জনৈক ইউসুফ, বাদশা, জানি আমাকে ৮০ হাজার টাকা দিয়ে দেবে এবং বর্ণিত দুই রুমের জমিটি স্থাপনাসহ তারা নিয়ে যাবে। একপর্যায়ে তারা জোরপূর্বক সাদা কাগজে আমার সই নেয়। ওই সময় বিবাদীরা আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। ৩-৪ দিন পর তারা আমার জমিতে গিয়ে স্থাপনা ভেঙে দেওয়ার চেষ্টা করেন এবং হুমকি দিয়ে চলে যান। এর আগে বিবাদীরা বিভিন্ন সময়ে তাদের অফিস ডেকোরেশনের অজুহাতে আমার কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছেন। 

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ এখনো পাইনি। পেলে ব্যবস্থা নেব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম