বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে আ.লীগ
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৬ পিএম
বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে আ.লীগ
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুরের কোথাও বিএনপি-জামায়াতের পিকেটিং বা তাদের কোনো নেতাকর্মীকে সকাল থেকে এ পর্যন্ত মাঠে দেখা যায়নি।
তাদের এ হরতালে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকেই ঢাকা-৫ এর এমপি কাজী মনিরুল ইসলাম মনুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জগলুল কবির, খান মোহাম্মদ জাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু, সনিভুষন দত্ত, উজ্জ্বল আহমেদ, ওয়াসিউদ্দিন নুরানী, আমিনুল ইসলামসহ কদমতলী থানা আওয়ামী লীগের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছে।
এদিকে যাত্রাবাড়ী থানা পুলিশ যাত্রাবাড়ী মোড় ও ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় এবং কদমতলী থানা পুলিশ জুরাইন বিক্রমপুর প্লাজা ও শ্যামপুর থানা পুলিশ দোলাইরপাড় শক্ত অবস্থানে রয়েছে।
অপরদিকে র্যাব ১০ ও র্যাব ১১ যাত্রাবাড়ী মোড়ে ও সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থান নিয়েছে।
হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ও ঢাকা-মাওয়া সড়কে দূরপাল্লার বাস চলাচল কম দেখা যায়। নগর পরিবহনের বাস অন্যান্য দিনের তুলনায় খুবই নগন্য। এতে করে অফিসগামী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম ও শ্যামপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এবং কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা যুগান্তরকে বলেন, আমরা শক্ত অবস্থানে রয়েছি।