ব্যাংকের ভেতরে প্রতারণা, মিরপুরে গ্রাহক খোয়ালেন ৫১ হাজার টাকা
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ব্যাংকের ভেতর প্রতারক চক্ররের খপ্পরে পড়ে ৫১ হাজার টাকা খুইয়েছেন খায়রুল আলম নামে এক গ্রাহক।
মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক, মিরপুর শিল্প শাখায় প্রতারকরা তাকে পুরোনো টাকার বদলে নতুন টাকা দেওয়ার কথা বলে ৫১ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে সটকে পরেছে।
খায়রুল আলম এ ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, সকালে পলবীর সাড়ে এগারো সোনালী ব্যাংক লি. মিরপুর শিল্প এলাকার শাখায় নিজের অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার টাকা তুলি। ব্যাংকের ক্যাশ কাউন্টারের পাশে বসে টাকা গুনে নেওয়ার সময় অজ্ঞাতনামা ৩ ব্যক্তি আমার কাছে আসে। তাদের মধ্যে একজন আমাকে বলে আঙ্কেল আমি টাকা জমা দেব। আপনার পুরোনো ৫০০ টাকার নোটগুলো আমাকে দিয়ে দেন। আপনাকে আমার নতুন ১ হাজার টাকার নোটগুলো দিয়ে দিচ্ছি। এরপর তারা আমার কাছ থেকে ৫০০ টাকার নোটগুলো নিয়ে গুনতে থাকে। তারা আমাকে ব্যাংকের গেটের কাছে নিয়ে ১ হাজার টাকার চারটি নতুন নোট ও একশ টাকার ৫০টি নোট মোট ৯ হাজার টাকা হাতে দিয়ে দ্রুত চলে যায়। এরপর আমি টাকা গুনে দেখি তারা আমাকে ৯ হাজার টাকা দিয়ে ৫১ হাজার টাকা নিয়ে পালিয়েছে।
খায়রুল আলম বলেন, ঘটনাটি আমার ছেলেকে জানালে সে তাৎক্ষণিক ব্যাংকে এসে ম্যানেজারকে ঘটনাটি খুলে বলে। ব্যাংকের ম্যানেজার সিসি ক্যামেরার ফুটেজে দেখে ঘটনার অজ্ঞাত ৪ জনকে শনাক্ত করেন। আর ভিডিও ফুটেজ নিয়ে থানায় যেতে বলেন।
পল্লবী থানার এসআই জহিরুল বলেন, ব্যাংকে গিয়ে এ ঘটনার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। ব্যাংকের ম্যানেজারের সঙ্গেও কথা হয়েছে। প্রতারক চক্রকে ধরতে সোর্স লাগিয়েছি।