Logo
Logo
×

রাজধানী

আবাসিক হোটেলের বাথরুমে তরুণের ঝুলন্ত লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম

আবাসিক হোটেলের বাথরুমে তরুণের ঝুলন্ত লাশ

রাজধানীর মতিঝিল থানাধীন সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণের নাম আরাফাত হাওলাদার (১৮)।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাতের চাচা ইয়াসিন বলেন, গত ৭-৮ দিন আগে ওই হোটেলে চাকরির সুবাদে ঢাকায় আসে আরাফাত। বুধবার রাতে খবর পাই সে বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাতিজা বেঁচে নেই।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি গতকাল (বুধবার) এক বাবুর্চির সঙ্গে চাকু নিয়ে আরাফাতের কথাকাটাকাটি হয়েছিল। তবে এই কারণে সে আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটি বলতে পারছি না। 

আরাফাতের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুর খানি থানার প্রত্যাশী গ্রামে। তার বাবার নাম মো. আল আমিন হাওলাদার।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বুধবার রাতে আমরা খবর পেয়ে মতিঝিলের ওই আবাসিক হোটেলে যাই। সেখানে বাথরুমে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আরাফাতকে উদ্ধার করি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম