Logo
Logo
×

রাজধানী

ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৩:২৫ পিএম

ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের নরমাল প্রসব হয়। ভূমিষ্ঠ পাঁচ নবজাতকের মধ্যে এক ছেলে ও চারটি মেয়ে শিশু।

ওই নারীর নাম মানসুরা বেগম (২২)। গ্রামের বাড়ি শিবপুর, নরসিংদী। স্বামীর নাম মামুন মিয়া। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

ঢামেকের মেডিকেল অফিসার সাবিহা সুলতানা বলেন, জন্মের কিছু সময় পর এক শিশু মারা যায়। অপরিপূর্ণ হওয়ায় তাদের কারো অবস্থা ভালো না। ২৬ সপ্তাহে ওই নারীর সন্তান প্রসব হয়েছে। 

তিনি জানান, সবাইকে এনআইসিইউতে রাখা হয়েছে। 

মামুন মিয়া জানান, বিয়ের পর এই প্রথম তাদের সন্তান পৃথিবীর মুখ দেখল। তিনি সন্তান ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম