ঢাকার ডেমরায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২০ পিএম
![ঢাকার ডেমরায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/04/image-725066-1696414846.jpg)
ছবি: যুগান্তর
ঢাকার ডেমরায় ৬ কোটি টাকা মূল্যের ৩৩ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান পরিচালনা করে এ জমি উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেমরা থানার পাইটি মৌজার প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ নং খাস খতিয়ানের সিটি ৬০০৯ দাগের ৩৩ শতক খাস জায়গা উদ্ধার করা হয়েছে। এ সময় খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবত এ জায়গা দখল করে মাছ চাষ করে আসছিলেন। খবর পেয়ে ডেমরা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন।
এসময় ডেমরা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, তহসিলদার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, চলমান খাস জমি উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডেমরায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে বলে জানান তিনি।