যমুনা ফিউচার পার্কে বার্বি ফেস্টে তারুণ্যের উচ্ছ্বাস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
বার্বি ফেস্টে বেশি এসেছিল তরুণীরা। তারা বার্বির মতো চুল, বার্বির টি-শার্ট, বলা যায় বার্বি সাজেই এসেছিল। এসেছিল তরুণরাও। নাচে গানে অন্যরকম এক সন্ধ্যা কাটিয়েছে সবাই।
শুক্রবার দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে শুরু হয় দুই দিনব্যাপী বার্বি ফেস্ট ও মিউজিক্যাল শো।
এদিন বিকালে ফিউচার পার্কের লেভেল-৫ এর ইস্ট কোর্টের ইভেন্ট স্টেশনে এই আয়োজন করা হয়। এতে ছিল বেইলি ড্যান্স পারফরমেন্স, কসপ্লে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, হিপ হপ, সেরা বার্বি প্রতিযোগিতা, মার্চেন্ডাইজ স্টল, বি-বয় ড্যান্স পারফরমেন্স, কেপপ, বার্বি অ্যান্ড কেইন অ্যাওয়ার্ডসহ আকর্ষণীয় সব অনুষ্ঠান।
বিকালে শুরু হওয়া এই আয়োজন চলে রাত পর্যন্ত। নানা ধরনের মিউজিকের তালে তালে বার্বির সাজে নেচে গেয়ে উন্মাতাল সময় কাটায় আগতরা। উত্তরা থেকে আসা তানজিবা বলেন, বার্বি সময়ের এক জনপ্রিয় বিষয়। বিনোদনের অন্যতম মাধ্যম। বার্বিকে ঘিরে একটা আয়োজন, তাই ছুটে এলাম। অসাধারণ লাগছে সব মিলিয়ে। এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিত।
শনিবার যমুনা ফিউচার পার্কে বার্বি ফেস্ট ও মিউজিক্যাল শো-এর শেষ দিন।