Logo
Logo
×

রাজধানী

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মিরবাগ এলাকা থেকে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ (৪৫)। 

বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় পাবনার আমিনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

পুলিশ সূত্রে জানায়, গ্রেফতার মোহাম্মদ আলী জিন্নাহ পাবনার আমিনপুর থানার সিংহাসন গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০১৭ সালে হবিগঞ্জের আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন চুনারুঘাট উপজেলার বাসিন্দা স্থানীয় গণমাধ্যম কর্মী শেখ মো. হারুনুর রশিদ। বিচারিক প্রক্রিয়া শেষে আদাল তার বিরুদ্ধে ২ বছর তিনমাস সশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। 

পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পুলিশ তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। 

হাতিরঝিল থানার এএসআই জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, নয়াটোলা মিরবাগ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে পাবনার আমিনপুর থানা পুলিশ আমাদের সহযোগিতা চায়। আমরা আসামী গ্রেফতারে তাদের সহযোগিতা করি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম