Logo
Logo
×

রাজধানী

মিরপুরে ৪০ কোটি টাকার খাস জমি উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম

মিরপুরে ৪০ কোটি টাকার খাস জমি উদ্ধার

ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার। 

এ অভিযানের সময় দর্পণ হাউজিংয়ের দখলে থাকা নলভোগ মৌজার সিটি ১নং খতিয়ানের ১৪০৮নং দাগের ৪৩.৫ শতক, ১৪৩৬নং দাগের ১১.৫ শতক, ১৪৪৪নং দাগের ২৯ শতক এবং ১৪৪৫নং দাগের ৭৫ শতক জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কাঠা, যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। 

উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো সার্ভেয়ার এবং ধউর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম