Logo
Logo
×

রাজধানী

ফেসবুকে জাল নোটের কারবার, গ্রেফতার ৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০১:৪১ এএম

ফেসবুকে জাল নোটের কারবার, গ্রেফতার ৪

ফাইল ছবি

ফেসবুকেও জাল টাকার কারবার? অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। মঙ্গলবার র‌্যাবের এক অভিযানে জাল টাকা চক্রের প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর ডেমরা, সবুজবাগ ও খিলগাঁও থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন- চক্রের প্রধান মোহাম্মদ আমিনুল হক ওরফে দুলাল, তার সহযোগী আব্দুর রাজ্জাক ওরফে দিদার, সুজন আলী ও মোহাম্মদ সাকিবুল হাসান। অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

বুধবার রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে অপকর্ম চালিয়ে আসছিল। চক্রের হোতা আমিনুল ফেসবুকের একটি গ্রুপ থেকে লাভজনক ব্যবসার প্রলোভন দেয়। পরে প্রলুব্ধ কয়েকজনকে নিয়ে জাল নোটের কারবারে নামেন তিনি। জাল নোট তৈরিতে দক্ষ হওয়ায় আমিনুল নিজেই চক্রের প্রধান বনে যান। 

র‌্যাব জানায়, পেশাদার এই জাল টাকা তৈরির চক্রটি গত এক বছরে প্রায় দুই কোটি টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় জাল নোট সরবরাহ করেছে তারা। জাল নোটের এক লাখ টাকার একটি বান্ডিল তারা ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করে। বিশেষ করে মাছ বাজার, লঞ্চঘাট, বাসটার্মিনাল টার্গেট করে জাল নোট ছড়িয়ে দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম