Logo
Logo
×

রাজধানী

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ার থেকে সেই নারীকে নামাল ফায়ার সার্ভিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ার থেকে সেই নারীকে নামাল ফায়ার সার্ভিস

রাজধানীর হাতিরঝিলের ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছিলেন এক নারী। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিচে নামিয়ে আনেন। 

শুক্রবার বিকালে আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আখতার যুগান্তরকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে ওই নারীকে নামিয়ে আনে। তার নাম খুকুমনি। তিনি মানসিক ভারসাম্যহীন। পরে ওই নারীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী আলামিন জানান, বিকালে হাতিরঝিল মগবাজার তেজগাঁও প্রান্তে ওই নারীকে দেখতে অসংখ্য লোকজন ভিড় জমান। অনেকে নানা কৌশলে তাকে ডাকলেও ওই নারী কোনো সাড়া দেননি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, ওই নারীকে উদ্ধারের পর ফায়ার সার্ভিস থানায় হস্তান্তর করেছে। তিনি বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। আমরা তাকে সাপোর্ট সেন্টারে পাঠানোর ব্যবস্থা করব। মধ্যবয়সী ওই নারী এলাকায় ঘোরাফেরা করতেন বলে জানান ওসি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম