Logo
Logo
×

রাজধানী

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী, বিপাকে ফায়ার সার্ভিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী, বিপাকে ফায়ার সার্ভিস

রাজধানীর হাতিরঝিলে একটি বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়েছেন এক নারী। কয়েকশ ফুট উঁচু এই টাওয়ার থেকে নারীকে নামাতে গিয়ে বিপাকে পড়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস অফিস বলছে, ধারণা করা হচ্ছে- ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে তেঁজগাও ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়।ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের লোকজনও সেখানে রয়েছেন। তারা বলছেন, বিদ্যুৎ বন্ধ করা যাবে না। তারপরও ওই নারীকে নামানোর চেষ্টা করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছেন। টাওয়ারের উপরে থাকায় তার বয়স বা চেহারা নিচ থেকে বোঝা যাচ্ছে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম