Logo
Logo
×

রাজধানী

ভেসপা কমিউনিটির বর্ণাঢ্য র‌্যালি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম

ভেসপা কমিউনিটির বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ ভেসপা কমিউনিটি (বিভিসি) দ্বিতীয়বারের মতো উদযাপন করেছে ভেসপা ওয়ার্ল্ড-২০২৩। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নেন সাড়ে চারশর অধিক ভেসপাপ্রেমী। 

ভেসপাপ্রেমীরা হেমায়েতপুর, সাভার ও লাজপল্লী কনভেনশন সেন্টারে নানারকম আনন্দ আয়োজনে অংশ নেন। 

পরে ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মানিত টেকনিশিয়ানদের বিশেষ সম্মাননাসহ অন্যান্য পুরস্কার দেওয়া হয়। 

উল্লেখ্য, এ উদযাপনে চট্টগ্রাম থেকে চিটাগং ভেসপা ক্লাব (সিভিসি), ইউএসআরসিসহ দেশের অনেক ভেসপাপ্রেমী নতুন এবং পুরাতন নানা সময়ের ভেসপা নিয়ে অংশ নেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম