Logo
Logo
×

রাজধানী

দেশের প্রথম স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১১:০৪ পিএম

দেশের প্রথম স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উদ্যোগে দেশের প্রথম স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন করা হয়েছে। এতে ঢাকা উত্তরের ৬টি কবরস্থান রয়েছে এ সিস্টেমের আওতায়। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবন অডিটোরিয়ামে ডিএনসিসির স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিডিডিআর.বি নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ এবং সিনিয়র সায়েন্টিস্ট ও সিনিয়র ডিরেক্টর শামস এল আরেফিন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্র্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এসএম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ প্রমুখ।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশের কবরস্থানের ব্যবস্থাপনাও স্মার্ট হতে হবে। এ লক্ষ্যে ডিএনসিসির কবরস্থানের সব তথ্য যুক্ত হলো অনলাইন সেবায়। হাতের মুঠোয় টোটাল ম্যানেজমেন্ট থাকবে কবরস্থানের। এসব ডাটা সুরক্ষিত থাকলে আমরা অনেক বছর পরেও মৃত ব্যক্তিদের কবরের তথ্য জানতে পারব। আমরা এটার এমন সেবা দিতে চাই যেন নাগরবাসীর পাশাপাশি বিদেশে যারা আছেন তারাও যেন স্বজনদের কবরের সার্বিক তথ্য হাতের মুঠোয় পান। পাশাপাশি কবর কোথায় দেবেন, কোথায় ফাঁকা আছে তার সার্বিক তথ্য পেয়ে যাবেন ঘরে বসে অ্যাপের মাধ্যমে।

ডিজিটাল ডাটাবেজের আওতায় যে ৬ কবরস্থান: বনানী কবরস্থান, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর বুদ্ধিজীবী কবরস্থান। স্মার্ট কবরাস্থান ম্যানেজমেন্ট সিস্টেমটি বাস্তবায়নে ডিএনসিসি ও আইসিডিডিআর.বি যৌথভাবে কাজ করেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম