Logo
Logo
×

রাজধানী

কদমতলীতে রাজউকের অভিযানে হামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:৫৩ এএম

কদমতলীতে রাজউকের অভিযানে হামলা

রাজধানীর কদমতলীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, কদমতলীর রায়েরবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান শুরু করে। বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলাসহ আর্থিক জরিমানা করা হয়। এ সময় হঠাৎ একদল লোক রাজউক দলের ওপর অতর্কিত হামলা চালায়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াহ্ ইয়া গণমাধ্যমকে বলেন, রাজউক জোন ৮/১ এর রায়েরবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়। এ সময় এলাকার কিছু উত্তেজিত লোক এসে হামলা চালায়। পরবর্তীতে কদমতলী থানার সহযোগিতায় কয়েকজনকে চিহ্নিত করে আটক করা হয়। এ বিষয়ে কদমতলী থানায় মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মো. শরিফুল ইসলাম, ইমারত পরিদর্শক মো. শফিউল্লাহ। এ সময় রাজউকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম